সদ্য সংবাদঃ-
    নড়াইলে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে পরিত্রান ও আটককৃতের জামিনের দাবিতে মানববন্ধন চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আগামীকাল নড়াইলে জেলা বিএনপির সম্মেলনে সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মনিরুল শেখ রাসেল সেতুর নামফলক পরিবর্তন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নড়াইলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু স্ত্রীর স্বীকৃতি পেতে আ.লীগ নেতার বাড়িতে ২ সন্তানের জননী নড়াইলে আতিয়ার রহমান পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি তারিকুজ্জামান লিটু,সাধারণ সম্পাদক তুহিন আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে : তারেক রহমান

    অভয়নগর মুক্ত দিবস উদযাপন

    • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

    এম মিজানুর রহমান (লিটন)
    য‌শোর থে‌কে:

    পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় বদ্ধ পরিকর আ’লীগ সরকার। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্স ময়দানে পাকিস্তানী শাসকগোষ্টী দ্বারা শোষিত বাংলার মানুষকে শোষণ থেকে রক্ষা করতে বাঙ্গালী জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। ঐতিহাসিক ভাষণে বাঙ্গালী জাতি উজ্জীবিত হয়ে দেশকে শক্রু মুক্ত করতে সম্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়ে।

    দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। দিনদিন জীবিত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেই লক্ষ্যে আ’লীগ সরকার বদ্ধ পরিকর। গতকাল সোমবার সকালে নওয়াপাড়া ইনিস্টিটিউট মিলনায়তনে অভয়নগর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আ’লীগের সভাপতি রনজিত কুমার রায় এ সব কথা বলেন।

    এছাড়া তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের তহবিলে মুক্তিযোদ্ধাদের সহায়তা স্বরূপ নিজ তহবিল থেকে নগদ ৫ লাখ টাকা প্রদান করেন। অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।

    সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনার সরকারী বিএল কলেজের অধ্যক্ষ কে এম আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক স.ম মোশাররফ হোসেন।

    উপজেলা আ’লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও আ’লীগ নেতা আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, শ্রমজীবি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন,

    সমাজসেবক রোটাঃ আব্দুল আজিজ সরদার, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খান, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, মডেল পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী জাবেদ হোসেন, ইউপি আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম, উপজেলা ও পৌর আ’লীগ সহ সকল সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

     
    এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ইনিস্টিটিউট প্রাঙ্গনে জাতীয় এবং মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অভয়নগর মুক্ত দিবসের সূচনা করা হয়। এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালী নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!