বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান
নড়াইল প্রতিনিধিঃ
‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা
মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলে বঙ্গমাতার জীবনালেখ্য ও প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা সভা এবং অসহায়-অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনালেখ্য ও প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা সভা শেষে জেলার ২৫ জন অসহায়-অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন ও ৪০ জন অসহায়-অস্বচ্ছল মহিলা প্রত্যেককে ২ হাজার টাকা করে মোবাইলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে সিভিল সার্জন
ডা. সাজেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত , স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকাইনা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক
(ভারপ্রাপ্ত) মৌসুমী মজুমদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সহ সভাপতি গুলশান আরা, সাধারণ সম্পাদক ইসমত আরা, জাতীয় মহিলা
সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, বীর মুক্তিযোদ্ধা, এনজিও
প্রতিনিধি, সংবাদিক, উপকারভোগীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।