অঘোষিত পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা। এ দিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের জন্য ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধর্মঘটের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
অঘোষিত পরিবহন ধর্মঘটে গতকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তি শুরু হয় সারা দেশে। স্থবির হয়ে পড়ে মানুষের গতি। নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে কোনো ঘোষণা ছাড়াই এভাবে বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ হয়ে যায়।