খন্দকার সাইফুল ইসলামঃ নড়াইল জেলার ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ০২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার সামাজিক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর সাথে চুক্তি নবায়ন করল ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’।
ঢাকায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে আজ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম ৫ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক নবায়ন চুক্তি স্বাক্ষর করেন।
বিগত ৩ বছর যাবত নড়াইল জেলার ক্রীড়ার উন্নয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে কাজ করে আসছে আইপিডিসি। এছাড়াও নড়াইলের খেলোয়াড়দের জন্য একটি উন্নত মানের জিমনেশিয়াম তৈরী করে দিচ্ছে তারা।
নতুন নবায়িত চুক্তির অধীনে, আগামী ৫ বছর পূর্বের চেয়ে বড় পরিসরে নড়াইল জেলায় খেলাধুলার প্রশিক্ষণ প্রদানে নড়াইল এক্সপ্রেস যে লক্ষ্য নিয়ে কাজ করছে তাতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকবে। নড়াইলে সেরা মানের খেলাধুলার প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নড়াইল এক্সপ্রেসকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। গত ৩ বছরে ফাউন্ডেশনটি ক্রিকেট, ফুটবল ও ভলিবল একাডেমি দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করলেও আগামীতে আরো দুইটি ক্রীড়া ইভেন্ট সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
নড়াইল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য খেলাধুলার যাবতীয় প্রশিক্ষণ সুবিধা প্রদানে এগিয়ে আসার জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।