প্রত্যাশা কোচিং সেন্টার (গড়েয়া-ঠাকুরগাঁও) :
সুপ্রিয়, পরীক্ষার্থীরা আন্তুরিক শুভেচ্ছা নিও। তোমরা বাসায় বসে তোমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যাও। কেননা পরীক্ষা তো হবেই। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’-বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো এবং তোমরা নিজেরা যাচাই কর :
১। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিয়ের কোনটি প্রয়োজন?
(ক) হার্ডওয়্যার (খ) সফটওয়্যার (গ) ইন্টারনেট (ঘ) মানুষের জ্ঞান
২। বিশ্বগ্রামে যুক্ত হওয়ার জন্য কোনটি প্রয়োজন?
(ক) টেলিফোন (খ) রেডিও (গ) ফ্যাক্স (ঘ) মোবাইল
৩। বিশ্ব গ্রামের মেরুদন্ড কোনটি?
(ক) হার্ডওয়্যার (খ) সফটওয়্যার (গ) কানেকটিভিটি (ঘ) ডেটা
৪। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
(ক) ম্যাকলুহান (খ) ম্যাকর্থি (গ) আরচিউড (ঘ) ব্রডরিক
৫। বিশ্বগ্রামের কারণে-
(ক) বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায় (খ) সহনশীলতা হ্রাস পায় (গ) পারস্পরিক যোগাযোগ হ্রাস পায় (ঘ) সহানুভুতি ও সহমর্মিতা হ্রাস পায়
৬। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচিালনা করাকে কী বলে?
(ক) ই-ট্রেড (খ) ই-কমার্স (গ) ই-গর্ভনেন্স (ঘ) ই-মেইল
৭। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি?
(ক) ক্রায়োসার্জারী (খ) ভার্চুয়াল রিয়েলিটি (গ) ইন্টারনেট (ঘ) ভিডিওকনফারেন্সিং
৮। ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
(ক) এক-মাত্রিক (খ) দ্বি-মাত্রিক (গ) ত্রি-মাত্রিক (ঘ) চতুমাত্রিক
৯। রোবটিক্স কী?
(ক) রোবট বিজ্ঞান (খ) রোবটের ক্রিয়ানীতি (গ) শিল্পে ব্যবহৃত রোবট (ঘ) রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা
১০। কৃত্রিমবুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
(ক) বায়োমেট্রিক্স (খ) বায়োইনফরমেটিক্স (গ) রোবটিক্স (ঘ) ন্যানো-টেকনোলজি
১১। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?
(ক) রোবটিক্স (খ) ভার্চুয়াল রিয়েলিটি (গ) ন্যানোটিকনোলজি (ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা
১২। এক্সপার্ট সিস্টেম কী?
(ক) অ্যাপ্লিকেশন (খ) মেশিন (গ) রোবট (ঘ) নিউরাল নেটওয়ার্ক
১৩। অ্যাকচুয়েটর ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
(ক) রোবটিক্স (খ) বায়োমেট্রিক্স (গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) বায়োইনফরমেটিক্স
১৪। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত ঘুরানো যায়?
(ক) ৯০ (খ) ১৮০ (গ) ২৭০ (ঘ) ৩৬০
১৫। ক্রায়োসার্জারীতে ব্যবহৃত প্রধান উপাদান-
(ক) ড্রাই-আইস (খ) তরল অক্সিজেন (গ) তরল নাইট্রোজেন (ঘ) তরল ফ্রেয়ন
১৬। ক্রায়োসার্জারী ব্যবহৃত হয়?
(ক) প্লাস্টিক সার্জারীতে (খ) হার্টের বাইপাসে (গ) চোখের ল্যান্স প্রতিস্থাপনে (ঘ) লিভার ক্যান্সারে
১৭। কোন প্রযুক্তির মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়?
(ক) ন্যানো টেকনোলজি (খ) বায়োমেট্রিক্স (গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (ঘ) বায়োইনফরমেটিক্স
১৮। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
(ক) রোবটিক্স (খ) বায়োমেট্রিক্স (গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) বায়োইনফরমেটিক্স
১৯। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য-
(ক) কী-স্ট্রোক (খ) ডিএনএ (গ) রেটিনা স্ক্যান (ঘ) মুখমন্ডল শনাক্তকরণ
২০। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি?
(ক) রোবটিক্স (খ) বায়োমেট্রিক্স (গ) ভার্চুয়াল রিয়েলিটি (ঘ) বায়োইনফরমেটিক্স
উত্তর পেতে আগামীকাল চোখ রাখো -টেক নিউজ বিডিতে।
মানিক রয় (পরিচালক-প্রত্যাশা কোচিং সেন্টার,গড়েয়া-ঠাকুরগাঁও)
পড়াশোনা বিষয়ে যে কোন বিষয়ের সহজ টেকনিকের হ্যান্ডনোট পেতে যোগাযোগ করতে পারো।
হট লাইন : +8801740-137991
E-mail : manikroymanik991@gmail.com