মানিক রয়, পরিচালক- প্রত্যাশা কোচিং সেন্টার ঠাকুুরগাঁও :
সুপ্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম “সংখ্যা আবিস্কারের ইতিহাস “-নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করবো বাকি অংশ।
যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবে তাই সবার প্রথমে আমাদের জানা দরকার সংখ্যা পদ্ধতি কী?/কাকে বলে?
#প্রশ্ন : সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উ: কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।
#সংখ্যা পদ্ধতির প্রকারভেদ :যদি কখনো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার / প্রধানত কত প্রকার তখন তোমরা উত্তর করবে ২ প্রকার-১। পজিশনাল এবং ২। নন-পজিশনাল।
কিন্তু যদি প্রশ্নে আসে বেজ বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার অথবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে- পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার তখন তোমরা উত্তর করবে ৪ প্রকার- ১। দশমিক বা ডেসিমাল, ২। বাইনারি, ৩। অক্টাল এবং ৪। হেক্সাডেসিম্যাল। তবে নন- পজিশনাল এর কোন প্রকারভেদ নেই।
সংখ্যার রুপান্তর শিখতে চোখ রাখো আগামীকালের আলোচনায়।
মানিক রয়,পরিচালক- প্রত্যাশা কোচিং সেন্টার (গড়েয়া-ঠাকুরগাঁও)।