জাতীয় সংসদের বাজের পাসের আগেই মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে ব্যবহারে নতুন শুল্ক কার্যকর করায় দেশের মোবাইল অপারেটরগুলো কড়া ভাষায় চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাজেটে যে শুল্ক আরোপ করা হয়েছে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। বাজেট পাসের আগে এই শুল্ক আরোপ-কেন করা হয়েছে তার ব্যাখ্যা চেয়ে গতকাল শনিবার ই-মেইল করে এ চিঠি পাঠিয়েছে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম।
চিঠিতে বলা হয়েছে, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর বাজেটে যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ইতোমধ্যেই আরোপ করা শুরু করেছে অপারেটরেরা।
বিষয়টি প্রমাণিত হলে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এক্ষেত্রে সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি), সব সেবা ও ট্যারিফ অনুমোদন দেয়া বন্ধ করে দেয়া হতে পারে।
মোবাইল কম্পানি গুলো কেন নোটিশ ব্যাতিতো বেশি হারে টাকা কেটে নিচ্ছে তার জবাব চাই।