সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার নতুন গুলগাঁও গ্রামে নারায়নগঞ্জ থেকে চারজন ব্যক্তি আজ তাদের নিজ বাড়িতে এসেছে। গ্রামবাসি খুবই আতঙ্কের মধ্যে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক প্রচার হচ্ছে। এলাকার লোকজনের মাধ্যমে জানা যায় তারা নারায়নগঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন। এলাকার সমাজসেবক মোঃ আব্দুর রব জানান তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং আগতরা বর্তমানে নিজ নিজ বাড়িতে লকডাউনে আছে। তবে তাদের পরিবারের লোকজনের সাথে যেহতু তারা মিশে গেছে তাই পরিবারের লোকজনসহ লকডাউন করার জন্য সচেতন মহল আলোচনা করত: বিষয়টি নিয়ে ভাবতেছেন। গ্রামের মানুষ এখনো করোনা ভাইরাস সম্পর্কে এতো সচেতন নয়, অসচেতনের সংখ্যাই ৫০%, তাই আগতদের মধ্যে যদি কেউ আক্রান্ত থাকে তাহলে অতি দ্রুত রোগটি ছড়িয়ে যাবে। তাই গ্রামের সচেতন মানুষ প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
১। মতিবুর (২০),২। হান্নান মিয়া (১৯) ৩। মাহমুদুল ইসলাম (৩০) ৪। রমজান আলী (২১)
সূত্রঃ আব্দুর রব, সমাজসেবক।