এম মিজানুর রহমান (লিটন)
যশোর থেকেঃ
বিশ্ব মহামারী “করোনা”র প্রভাবে লকডাউনকৃত অসহায় ও দরিদ্র ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় (চাল, ডাল, তেল, আটা ইত্যাদি ) সামগ্রী বিতরণ করলো যশোরের বসুন্দিয়া ইয়নিয়নের “বটবৃক্ষ” নামে এক সেচ্চসেবী সংগঠন। সেবাই যাদের একমাত্র লক্ষ। বটবৃক্ষের সদস্যদের ভাষ্যঃ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আন্তরিক সহযোগিতার কারণে আমরা আমাদের বটবৃক্ষকের প্রথম ধাপ শেষ করতে সক্ষম হয়, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার সহযোগিতায় আমরা ৪০৯৭২ টাকার বড় একটি ফান্ড সংগ্রহ করি। যার মাধ্যমে আমরা ১০০ টি পরিবাররের মাঝে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আটা এবং ১ কেজি আলু দিতে সক্ষম হয়, যা আমরা বটবৃক্ষের সেচ্ছাসেবীদেন মাধ্যমে গোপনীয় ভাবে অসহায়-হতদরিদ্রের মাঝে বিতরন করি।
বটবৃক্ষের সকল সদস্য এবং যারা আমাদের সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানায় বটবৃক্ষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা, আমাদের ইভেন্টের প্রথম পর্যায় সুষ্ঠু এবং সুন্দর ভাবে সম্পন্ন করতে সক্ষম হই।আমরা আবারও বটবৃক্ষের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এই দুঃসময়ে আমরাই আমাদের শক্তি। আসুন দুর্যোগকালীন সময়ে অসহায়দের পাশে আবারো ও দাঁড়াই। আপনারা আপনদের সাধ্যমত উক্ত তহবিলে আর্থিক সহায়তা করে এই বিপদের দিনে আবারও শ্রমিক-কৃষক-শ্রমজীবি-নিম্ন বিত্তসহ খেটে খাওয়া মানুষের পাশে দাড়ান।
দেশের সকল জনগণকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বটবৃক্ষের এই উদ্যোগ অংশগ্রহণের আহবান রইলো।
আর্থিক সহায়তার জন্য;
বিকাশ নাম্বার:
01632280838- আশিক (পার্সোনাল)
01971417314- অনিক (পার্সোনাল),
01705617116- জ্বীম ( পার্সোনাল)
রকেট নাম্বার:
019125722162 – তরিকুল
পরিশেষে, ঘরে থাকুন, সুস্থ থাকুন
সুস্থ রাখুন এবং সচেতন করুন সকলকে
ধন্যবাদন্তে
বটবৃক্ষ