করোনা ভাইরাস এর প্রভাব বিশ্বে যেভাবে বিস্তার করতেছে তার মোকাবেলা করতে হলে ত দিনে কমপক্ষে চার- থেকে পাচঁ বার হাত ধোয়ার পক্ষে – শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আজ শনিবার সকাল ১0: 00 টায় প্রশিক্ষনার্থীদের পরামর্শ ও করোনা ভাইরাস যাথে আক্রমণ করতে না পারে করোনা থেকে মুক্ত থাকতে হাত ধোয়াকে গুরুত্ব দিয়ে সচেতন করেন। প্রতিষ্ঠানের সামনে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ ও পানির ব্যবস্থা করেন। প্রতিষ্ঠান প্রধান শামছুন্নাহার ও সহকারী প্রধান ও প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর তত্বাবধায়নে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়। কোন প্রশিক্ষনার্থী যেন প্রশিক্ষণ শেষে হাত না ধোয়ে যেতে পারে সে দিকে সর্বদা লক্ষ্য রাখা হয় এবং বাড়িতে গিয়েও যাতে হাত ধোয়ার অভ্যাস চালু রাখে সে কথাও বলে দেওয়া হচ্ছে। করোনার হাত থেকে বাচঁতে আমাদের সকলকেই নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে বলে সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন যে- সরকারীভাবে যেভাবে করোনা ঠেকাতে সারা দেশে বিভিন্ন কর্ম সূচীর আয়োজন করে চেষ্টা করতেছেন, তারই পাশাপাশি আমাদেরকেও সচেতন হয়ে সহযোগীতা করতে হবে। নিজে সচেতন হোন অন্যকে সচেতন হওয়ার পরামর্শ দিন।
শামছুন্নাহার, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।