চলে গেলেন বঙ্গবন্ধু’র মন্ত্রীসভার প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল । সোমবার সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পিরোজপুরের শিকারপুর এলাকার উত্তরপাড়া বাসায় ইহলোক ত্যাগ করেন। তার স্ত্রী মনিকা মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন । পিরোজপুর জেলা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রথম মন্ত্রী সভায় কৃষি প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে ত্রাণ ও পুর্ণবাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তার স্ত্রী মনিকা মন্ডল বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভানেত্রী। সোমবার দুপুর ২ টায় রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে বিকেলে হিন্দু ধর্মীয় শাস্ত্রনুসারে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে ।
সাবেক প্রতিমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, মহিলা এমপি শেখ এ্যানী রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান খালেক, পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান।
উল্লেখ্য, ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল ১৯৩৯ সালের ১৩ অক্টোবর পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে বাবলা গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম স্বর্গীয় সারদা প্রসন্ন মন্ডল। ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করে এমপি নির্বাচিত হন। ১৯৭৩ সালে তিনি আবারও এমপি নির্বাচিত হন। প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ে এবং পরে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।