শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ধনপুর, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ, আজ প্রতিটি ক্লাসে কম্পিউটার প্রশিক্ষনর্থীদের নিয়ে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর পরিচালক শামসুন্নাহার ও সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষক মোঃ আবু হানিফ, মোছাঃ কুহিনুর আক্তার এবং প্রশিক্ষনার্থীবৃন্দ। প্রতিটি বেজে করোনার গ্রাস থেকে বাচাঁর যাথে কেহ করোনার ভয়ে আতঙ্কিত না হয় এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে কমপক্ষে চার-পাচঁ বার হাত দুয়ার অভ্যাস করা ও নিরাপদে হাছি,কাশি দেওয়ার কৌশল ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়। আরো আলোচনা হয় যে, করোনা ভাইরাস সম্পর্কে সরকার যতেষ্ট নজরদারি রাখছেন এবং করোনা মোকাবেলায় বর্তমান জনবান্ধব সরকার যতেষ্ট প্রস্তুত আছেন, তাই আলোচকরা বলেন দেশের সরকারকে করোনা মোকাবেলায় আমাদের সচেতন হয়ে সহযোগীতা করতে হবে।