এম. মিজানুর রহমান (লিটন)
যশোর প্রতিনিধি :
যশোরের শিল্পনগর খ্যাত অভয়নগর উপজেলার ব্যস্ততম শহর নওয়াপাড়াকে যানজটমুক্ত করতে পুলিশের পাশাপাশি রাস্তায় নেমেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকালে নওয়াপাড়ার সবচেয়ে ব্যস্ততম সড়ক নূরবাগ এলাকায় অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাইক হাতে নিয়ে যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেন।
নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল হাসানের নেতৃত্বে একদল কলেজ শিক্ষার্থীরাও তাদের হাতে বিভিন্ন ধরণের ফেস্টুন ও ব্যানার নিয়ে যানজটমুক্ত করার লক্ষ্যে মহাসড়কে উপস্থিত হন।
একদিকে কয়লার ময়লা অন্যদিকে যানযট, সব মিলিয়ে অভয়নগরবাসীর “কয়লাযটে” জনজীবন বিপর্যস্ত। সাধারন মানুষের একটাই প্রাণের দাবী কবে হবে মুক্তি কয়লাযট থেকে।