রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বলেন, তার ফেসবুক স্ট্যাটাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, শাহ মো. কুদ্দুস মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। তিনি হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।
রাজধানীর মিরপুর-১৪ নম্বরে আত্মহত্যা করা পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস (৩১) ডিউটিতে যাওয়ার সময় পুলিশের পিকআপভ্যানে বসে বুকে গুলি চালিয়েছেন বলে সুরতহাল প্রতিবেদনে জানিয়েছেন প্রতিবেদনকারী কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন মিয়া।
তিনি জানান, কুদ্দুস ইউনিফর্ম পড়ে ভোরে ডিউটিতে যাওয়ার সময় মিরপুর-১৪ পুলিশ লাইনে পিকআপভ্যানে উঠে নিজের ইস্যু করা এসএমজি দিয়ে বুকে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মোজাম্মেল হোসেন মিয়া আরও জানান, নিহতের বুকে দু’টি ছিদ্র দেখা গেছে। তার জন্য বরাদ্দ করা এসএমজি লাশের পাশেই পড়েছিল।
নিহতের সহকর্মীদের বরাত দিয়ে মোজাম্মেল হোসেন মিয়া জানান, কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন কুদ্দুস। ধারণা করা হচ্ছে, সেকারণেই নিজের বরাদ্দ করা অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে ডিউটিতে যাওয়ার জন্য পিকআপভ্যানে উঠেছিলেন তিনি। ওই পিকআপভ্যানের ভেতরেই এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কুদ্দুসের বাবার নাম শাহ আব্দুল ওয়াহাব। তিনিও পুলিশ সদস্য ছিলেন। ২০১২ সালে তিনি মারা যান।