ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাইজু আক্তারকে শ্বশুর বাড়িতে নির্যাতন করে পরিকল্পিত ভাবে হত্যা করে। হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১২ টার দিকে দৌলতখান প্রেশ ক্লাবের সামনে সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতখান বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা নিহত লাইজু আক্তারের স্বামী তানজিলের ফাঁসি দাবি করে নানা স্লোগান দেন।
এ সময় বক্তব্য রাখেন- সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন, সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
গত ০২-০১-২০২০ ইং রোজ বৃহষ্পতিবার রাতে পুলিশ তানজিলের বাড়ি থেকে লাইজু আক্তার এর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তানজিলকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে ভোলা থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা করেছেন লাইজুর বড় ভাই মোঃ ইসমাইল। মামলার এগার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।