ভোলা বোরহানউদ্দিন উপজেলাধীন বড়মানিকা ইউনিয়ন ০৮ নং ওয়ার্ড লজিক প্রকল্পের অনুধানের কাজ শুরু। ০৮ নং ওয়ার্ড আনিছল হক মেম্বার বাড়ীর পূর্ব পাশ্বে দিয়ে সিরাজের দোকান হয়ে মৌলোবী পর্যন্ত রাস্তা সংস্কার ও দুটি কালভার্ট নিমার্ণ। দুটি কালভার্ট এর কাজ শুরু হয়েছে আজ এবং আগামীকাল রাস্তার কাজ শুরু হবে । কাজ শুরু করার সময়ে উপস্থিত ছিলেন
এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ০৮ ওয়ার্ড এর মেম্বার জনাব মোঃ আনিছল হক। আরো উপস্থিত ছিলে বড়মানিকা ইউনিয়নের লজিক প্রকল্পের সি.এম.এফ মোঃ আল আমিন। এ সময়ে এলাকার মানুষ লজিক প্রকল্পের সুনাম বয়ে আনে। বড়মানিকা ইউনিয়ন এর সিিএম.এফ মোঃ আল আমিন বলেন যে,লজিক প্রকল্প থেকে বড়মানিকা ইউনিয়ন ২০১৮-১৯ অর্থ বছরে অনুধান পেয়েছে ২৩ লক্ষ ৭১ হাজার ১৭২ টাকা পরিষদ কে দেওয়া হয়।