ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে
খন্দকার সাইফুল নড়াইল:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে অনলাইনে মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সিলররা সরাসরি ভোটে মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
দীর্ঘদিন পর আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কাউন্সিলরদের সরাসরি ভোটে নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা সাতটি ইউনিটের কমিটি গঠিত হয়েছে। সাতটি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলরের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
এই কাউন্সিলকে ঘিরে শুরু হয়েেছ জমজমাট প্রচারণা। ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে দলীয় র্কাযালয় এবং কাউন্সিলর অনুষ্ঠানের এলাকা। চলছে মিটিং গনসংযোগ।
সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল (মটরসাইকেল), সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ মনিরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) প্রতিকে এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান( গোলাপফুল), যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মাহাবুব মোর্শেদ জাপল (তালা) এবং খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন।
কাউন্সিলররা বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যে সকল নেতা আমাদের পাশে ছিলেন, সময় দিয়েছেন এবারের কাউন্সিলে আমরা তাদেরকেই নির্বাচিত করবো। সাংগঠনিক সম্পাদক পদের প্রাথী খন্দকার ইজাজুল হাসান বাবু সাংবাদিকদের বলেন, দল করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি। দায়িত্ব পেলে আগামীতে দলকে আরো শক্তিশালী করবো। জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্জ মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিগত হাসিনা সরকারের সময় আমার বাড়িতে সকল দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে। কাউন্সিলরা দায়িত্ব দিলে আগামীতে দলকে আরো শক্তিশালী করবো। বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিগত দিনে হামলা মামলা উপেক্ষা করে দলকে শক্তিশালী করতে কাজ করেছি। আশা করছি কাউন্সিলরা সে সকল কাজের মুল্যায়ন করবেন। দায়িত্ব পেলে দল ও দেশের উন্নয়নের আরো কাজ করতে চাই।
এ সম্মেলনের মাধ্যমে বিএনপি আরো সংগঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ই ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইনে সম্মেলনে যুক্ত থাকবেন ।
সুষ্ঠভাবে কাউন্সিল অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য এ্যাডঃ তারিকুজ্জামান লিটু।
Leave a Reply