পিরোজপুরে আজ থেকে সেনা বাহিনী জেলা প্রশাসনের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন । একজন লে, কর্নেল পদমর্যাদার অধীনে ২ প্লাটুন সেনাবাহিনী পিরোজপুর জেলা প্রশসনের সাথে সমন্বয়ে কাজ করবে বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে পিরোজপুর TechNewsbd কে।
বুধবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যলয়ে আনুষ্ঠানিক দেখা করা জন্য আসেন পিরোজপুরে কর্মরত সেনাবাহিনীর দায়িত্বে থাকা অফিসারবৃন্দ । এসময় পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান, পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নাহিদ ফারজানা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন , এই সংকট মোকাবেলায় ও ভাইরাস প্রতিরেধে জনগনকে সচেতন করে তোলাই আমাদের মূখ্য উদ্দেশ্য । তবে কেউ যদি আইনের পরিপন্থি ও নির্দেশনা বর্হিভূত কাজ করে সে ক্ষেত্রে জরিমানা ও গ্রেফতারও করা হতে পারে ।
এসময় তিনি পিরোজপুরে অবস্থানরত সকল নাগরিকদের বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান ।