সদ্য সংবাদঃ-
    নড়াইলে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে মাদকবিরোধী সেমিনার  অনুষ্ঠিত  নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধাঘাট দখল মুক্ত করে সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  ডিজিটাল ক্যাম্পাইন সেশন ২১ উপলক্ষে ওয়ালটন প্লাজা যশোর এরিয়ার উদ্যোগে নড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা   নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দিলেন নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি ! নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে  ৮হাজার টাকা জরিমানা  বীরমুক্তিযোদ্ধা সৈয়দ রুহুল আমিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    সম্পর্কটা যা হোক আপনি ভবিষ্যতে ভালো কিছু আশা করলে এই সিন্ধান্ত আপনাকে নিতেই হবে।

    • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
    asud Rana

    আপনার আদরের সন্তানটিকে বা আপনার মহব্বতের ছোট ভাই বোনটাকে হাটি হাটি পা পা করে যখন পড়ালেখা শুরু করে সময়ের বিবর্তনে যখন তারা স্কুল জীবন শেষ করে, তখন অনেকে আছেন ভালো মানের জন্য বা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের শহরের কোন কলেজ বা বিশ^বিদ্যালয়ে পাঠান। আমার প্রশ্ন আপনার আদরের সন্তানটি বা আপনার মহব্বতের ছোট ভাই বোনটি সেখানে পড়ালেখা করতে বা থাকতে খাইতে যে অর্থের প্রয়োজন হয় তা যদি আপনি সাফার করতে পারেন তো ভালো। কিন্তু যদি আপনি তা বহন করতে না পারেন হয়তো তখন আপনার আদরের সন্তানটি বা আপনার মহব্বতের ছোট ভাই বোন সেখানে টিকে থাকার জন্য পার্ট টাইম চাকুরী খুজে যদি সে পেয়ে যায় তো ভালো, কিন্তু যদি সে না পায় তাহলে দেখা যায় যে সে কোন টিউশনি খুজে তখন যদি সে পেয়ে যায় তাহলে হয়তো সেখানে সে টিকে থাকতে পারে। কিন্তু যদি তিনি কোনটাই না পান তখন তার টিকে থাকতে হলে ছেলেদের বিষয়টি হয়কি তারা তখন বাধ্য হয়ে কোন রাজনৈতিক লিডারের ছন্নছায়ায় আশ্রয় নেয়। আর লিডার যদি ভালো হয় তাহলে হয়তো আপনার আদরের ছেলেটি বা ভাইটি সেখানে টিকে থাকতে পারে এবং সুন্দর করে পড়ালেখা করতে পারে। কিন্তু রাজনৈতিক লিডার যদি খারাপ হয় তাহলে আপনার আদরের ছেলেটি বা ভাইটি দিনে দিনে সময়ের বিবর্তনে দেখা যায় সে খারাপ হয়ে ওঠে। দেখা যায় সে দেশ ও সমাজের কলঙ্ক হয়ে ওঠে। আর মেয়েদের বিষয় লক্ষ্য করা যায় যে তারা যদি পার্ট টাইম জব বা কোন টিউশনি না পায় তখন তারা সেখানে পড়ালেখা ও থাকতে খাইতে মোট কথা সেখানে টিকে থাকতে বাধ্য হয়ে খারপ পথ বেছে নিতে বাধ্য হয়। তখন দেখা যায় আপনার আদরের মেয়েটি বা মহব্বতের ছোট বোনটি সময়ের বিবর্তনে তিনি হয়ে ওঠেন একজন পতিতা। অথচ যা আপনি কখনওই আশা করেন নাই। দেখা যায় তাকে নিয়ে তখন আপনার জীবনে বড় ধরনের সমস্যার সম্মুখিন হতে হয়। কি করবেন এখন ভাবছেন আপনি আপনার আদরের সন্তানটিকে বা আপনার মহ ব্বতের ছোট ভাই বোনটাকে পড়ালেখা করাবেন না ? ভুলেও এ ধরনের বোকামির সিদ্ধান্ত নিবেন না। তাহলে কি করবেন ? জেনে নিন কি করবেন তাদের জন্য। 

    আপনি আপনার সাধ্যমত তাদের প্রাইমারী ও স্কুলের পড়ালেখা শেষ করান, তারপর আপনি নিজে একটু ভেবে দেখুন তার কলেজ বা বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করতে যে খরচ তা আপনি বহন করেত পারবেন কি না ? যদি না পারেন তাহলে আপনার জেলাতে ই কলেজ বিশ^বিদ্যালয় আছে সেখানে তাদের পড়ালেখা করান। তবে আপনার আদরের সন্তানটি বা মহব্বতের ভাই বোনটি যেখানে যাবে সেখানে তার জন্য কতটুকু সেভ ? তারপর ভাবুন তারা যেখানে পড়ালেখা করবে, তাদের কাছে আপনি কতটুকু সময় দিতে পারবেন ? তার ভালো লাগা মন্দ লাগা, তার সুবিধা অসুবিধা এমন কি তার স্বপ্ন নিয়ে তার সাথে বন্ধু সুলপ সম্পর্ক বজায় রাখুন। ধর্মীয় জ্ঞান দিয়ে তাকে বড় করুন। মন্দ বিষয়গুলির ক্ষতি এবং ভালো বিষয়গুলির উপকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে বুঝান। মোট কথা তার সম্পূর্ণ দায়িত্ব ভার আপনার ই নিতে হবে। যদি তার কাছ থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করেন। আপনার আদরের সন্তানটি বা আপনার মহব্বতের ছোট ভাই বোনটি কাদের সাথে মিসে, তার সঙ্গ কেমন? আপনি ছায়ার মতো থেকে তাকে ভালোটার দিকে প্রভাবিত করেন। আর সময় মতো তাকে সংসার জীবনে প্রবেশ করার ব্যবস্থা করান, হয়তো দেখবেন আপনার ও দেশ ও দেশের মানুষের উপকার হবে। 
    আজ আপনার কর্মের ব্যস্ততায় সন্তানের সাথে সময় দিচ্ছেন না, তার সব কিছু খোজ খবর নিচ্ছেন না ভবিষ্যতে তার কাছ থেকে কিভাবে আপনি ভালো কিছু আশা করেন, কারন ছোটরা সর্বদা বড়দের ফলো করে, আর বড়দের মাজে বেশির ভাগ খারাপ মানুষগুলি বেশি থাকে। তাই আপনার আদরের সন্তানটি বা আপনার মহব্বতের ছোট ভাই বোনটিকে সঠিক ভালো মানুষের সাথে বন্ধুত্ত¡ বা সু- সম্পর্ক সৃষ্টি করতে সহায়তা করুন। আপনি যদি তাদের দায়িত্ব না নিতে পারেন তাহলে এক সময় দেখা যাবে তারা ও আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তাই সিদ্ধান্ত আপনার! আপনি আপনার আদরের সন্তানটিকে বা আপনার মহব্বতের ছোট ভাই বোনটিকে কোন দিকে প্রভাবিত করবেন বা বড় করবেন। (লখক- মাসুদ রানা)

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!