বেসরকারি বা সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সনদ যাচাইয়ে নিয়োগপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। দেখাতে হবে নিয়োগের স্বপক্ষে যুক্তি। আর প্রতিষ্ঠান প্রধানের সত্যয়নসহ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপিও পাঠাতে হবে সনদ যাচাইয়ের জন্য।
বুধবার (৮ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ।
চেয়ারম্যান মো. আকরাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি ও জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়া শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সত্যায়িত শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপির সাথে নিয়োগপত্রের ফটোকপি, নিয়োগের স্বপক্ষে যুক্তি ও উপযুক্ত প্রমাণ পাঠাতে হবে।