রাঙ্গুনিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ শুরু
রাঙ্গুনিয়া প্রতিনিধি#
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলায় ২২মে ( সোমবার) থেকে ২৮ মে পর্যন্ত ৬ দিনব্যাপী “ভূমি সেবা সপ্তাহ—২০২৩” উদ্বোধন করা হয়েছে। “ভূমি সেবা সপ্তাহ—২০২৩” উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি র্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতাউল গণি ওসমানির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সহকারী কমিশনার ভূমি মোঃ জামশেদুল আলমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এবং জনপ্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় ৫/৬ জন ভূমি মালিকেগণকে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে অনলাইনে পরিশোধিত ভূমি উন্নয়নকরের দাখিলা প্রদান করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানি বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গুনিয়া উপজেলায় ও ভুমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের সেবা সহজীকরণের লক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা প্রদান করা হবে।