রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ “কম্পিউটার শিখি নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলি” এ-স্লোগানে রাঙ্গুনিয়ায় সুখী বাংলা ফাউন্ডেশন পরিচালক আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মেয়াদি কোর্স পরীক্ষায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার(৪সেপ্টেম্বর)সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রেসক্লাব হলে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন পার্বত্য রাঙ্গামাটি কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতানের পরিচালক ডা.প্রবীর খিয়াং।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষণ দ্বিপায়ন সুশীল, অনুষ্ঠানে মুহাম্মদ তৈয়্যবুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, সুখি বাংলা ফাউন্ডেশনের কর্মী সুধীর কান্তি শীল, উত্তর পদুয়া ডিজিটাল পোষ্ট অফিসের কম্পিউটার প্রশিক্ষক সুভাষ শীল, আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্মী দিলীপ কুমার শীল, সংবাদকর্মী জাহেদ হাছান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা।