মাদকবিরোধী অভিযানে জয়নন্দে গ্রেফতার ৪
দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জয়নন্দ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সেবনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে কাহারোল থানার পুলিশ।
গ্রেফতারের সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। জয়নন্দ ডিগ্রী কলেজের মাঠে মাদক সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার যাদের করা হয়- ১। মোঃ জাহিদ হাসান ২। মোঃ নায়িম ইসলাম ৩। সৈকত ৪। মোঃ ফাহিম মোল্লা।
৪ জনকেই ১ মাসের জেলসহ ৫০০০ টাকা করে জরিমানা করে জরিমানা আদায় করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল ইসলাম।