সদ্য সংবাদঃ-
    নড়াইল এক্সপ্রেস বাসের সুপারভাইজার মুসা ছুরিকাঘাতে নিহত নড়াইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬ নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ৩ মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে নড়াইলে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নড়াইলে মুস্তারী কমপ্লেক্সের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত নড়াইলের সাবেক বর্তমানদের নিয়ে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা নড়াইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিল

    মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

    • আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

    মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

    জেলা প্রতিনিধি-

    ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

    শুক্রবার (১০ জুন) পবিত্র জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মডার্ণ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

    এসময় শিক্ষার্থীরা ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।

    শিক্ষার্থীরা বলেন, ‘মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। বিজেপি নেতাদের বক্তব্য ভারতীয় উপমহাদেশ সহ গোটা বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি পায়তারা। আমরা মুসলিম বিশ্ব এক বিন্দু রক্ত থাকতে তা মেনে নিব না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

    বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা আরো বলেন, ‘আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল (সা.) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে। মুসলমানদের শেষ রক্তবিন্দু থাকতে আমরা আমাদের রাসুল (সা.) কে নিয়ে অবমাননা কোন ভাবেই বরদাশত করা হবে না। সমাবেশ থেকে ভারতের সবকিছু বর্জন করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

    প্রসঙ্গত, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শো-তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!