ভোলা লালমোহন দুই ইউপিতে নৌকার সাথে দশ (স্বতন্ত্র)জন প্রাথী ।
এ.এইচ.রিপন ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলা লালমোহন উপজেলা কালমা ও রমাগঞ্জ দুই ইউপিতে নৌকার প্রার্থী হয়েছেন সাবেক দুই চেয়ারম্যান আকতার হোসেন ও আলহাজ্ব গোলাম মোস্তফা। ১৩ ই মে,২০২২ তারিখে বাংলাদেশ আওয়ামীলগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বক্ষারীত প্যাডে নৌকা প্রতীকের মনোনয়নপত্র প্রদান করেন। কালমা ও রমাগঞ্জ ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্রী (স্বাতন্ত্র)প্রার্থী হয়েছেন, কালমা ইউপিতে জাকির হোসেন, লোকমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ),সিরাজুল ইসলাম (জাতীয় পার্টি),মোঃ ইকবাল হোসেন,রেহানা বেগম লাইজু(স্বাতন্ত্র)
অন্য দিকে রমাগঞ্জ ইউনিয়নে রমাগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের বিপক্ষে মাঠে লড়তে চান, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন মিয়া (স্বাতন্ত্র), থানা আওয়ামীলগের সহ দপ্তার সম্পাদক আনোয়ার হোসেন (স্বাতন্ত্র),রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসলেউদ্দিন ( স্বাতন্ত্র),সাধারন সম্পাদক সফিউল আলম(স্বাতন্ত্র) এবং চরমোনাই মনোনিত প্রার্থী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাও: ইমাম উদ্দিন শামিম।
কালমা ইউপিতে সাধারন সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করে ৬১(একষা্িট্ট) জন সংরক্ষিত সদস্য পদে ১৪ জন
এবং রমাগঞ্জ ইউনিয়নে সাধারন সদস্য পদে ৪৫(পতাল্লিশ)জন এবং সংরক্ষিত আসনে ৮(আট)জন।
এদিকে মঙ্গলবার বিকাল ৪ টায় মনোনয়ন পত্র গ্রহণ করেন লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন ,। উপজেলা রিটানিং অফিসার কতৃক মনোনয়নপত্র বাচাই করা হবে, ১৯ মে ২০২২ রোজ বৃহঃবার এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ২৬ মে ২০২২,প্রতীক বরাদ্দ হবে ২৭ মে ২০২২ এবং ভোট গ্রহণ করা হবে ইভিএমএর মাধ্যমে ১৫ জুন ২০২২ বুধবার সকাল ৮.০০ ঘটিকা হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত।