মানিক রয়,পরিচালক-প্রত্যাশা কোচিং সেন্টার, ঠাকুুরগাঁও :
সুপ্রিয়, এইচএসসি শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ থেকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো আলোচনা করা হবে। আজ আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের Number system নিয়ে আলোচনা করবো।
#সংখ্যা আবিস্কারের ইতিহাস:
মানুষের কোন কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। কিন্তু সভ্যতার শুরুতে সংখ্যা পদ্ধতি এতো উন্নতমানের ছিল না। প্রাচীনকালে মানুষ আঙ্গুল,কাঠি,নুড়ি পাথর,রশিতে গিড়া দিয়ে, দেয়ালে বা মাটিতে দাগ কেটে গণনাকার্য সম্পাদন করতো। শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ,সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হতো।
সভ্যতার শুরুতে মানুষের গণনার জন্য বড় বড় সংখ্যার প্রয়োজন হতো না। কিন্তু কৃষিকাজ বা পশু পালনে অগ্রগতির সাথে সাথে মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেল। খ্রিস্টপূর্ব ৪০০০ বছর আগে সুমেরীয় ও সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ টেনেই অনেক বড় সংখ্যা হিসেব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করতো তাকে বলা হয় টালি। এই পদ্ধতিতে মাটিতে পাশাপাশি চারটি দাগ টেনে চার বোঝানোর পর পঞ্চম সংখ্যা বোঝাতে চারটি দাগটানাকে আড়াআড়িভাবে কেটে দেওয়া হতো।এভাবে চারটি দাগ ও এর উপর দিয়ে আড়াআড়ি একটি দাগ দিয়ে পাঁচ সংখ্যামানের একটি গ্রুপকে বোঝানো হতে। এরকম ট্যালি গণনার সংখ্যা পদ্ধতি দুনিয়ার অনেক জায়গায় আজও প্রচলিত আছে।
বাকি অংশ আগামীকাল দেওয়া হবে।