পুকুর থেকে এক যুবকের গুরতর জখম লাশ উদ্ধার
দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুরের বিরলের উত্তর বহলা মোড় মোল্লাপাড়ায় একটি পুকুর থেকে শুভ নামের এক যুবকের গুরতর জখম লাশ উদ্ধার করেছে পুলিশ ।সোমবার সকালে উদ্ধার হওয়া নিহত সেই যুবক কাঞ্চন মোড় এলাকায় সেলুনে চুল কাটার কাজ করতেন।
তিনি বিরল উপজেলার তেঘরা মহেশপুর এলাকার বাসিন্দা সন্তোষ চন্দ্র শীলের ছেলে।
নিহতের পরিবার জানায় রবিবার অর্ধবেলা পর্যন্ত সেলুন খোলা থাকে। কিন্তু দুপুরে বন্ধ করে বাসায় না এসে বন্ধুদের সাথে ঘুরতে যায় শুভ ।
গভীর রাত হয়ে গেলেও বাসায় না ফেরায় খোঁজাখুজি করে শুভর ফোন বন্ধ পায় পরিবার ।পরে সকালে শুভর লাশ পাওয়ার খবর পায় পরিবার।
এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বিরল থানা অফিসার ইনচার্জ ফখরুল হাসান জানান খবর পেয়ে সকাল ৮টায় নিহতের লাশ উদ্ধার করে এম.আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে তপু কুমার শীল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।