করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পিরোজপুরের ৫ উপজেলার বিদেশফেরত ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এরা সম্প্রতি ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদিআরব, ফ্রান্স, কাতার, মালয়েশিয়া ও ভারত থেকে এসেছেন। পিরোজপুর সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছে।
জেলার সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, বিদেশফেরত সবাইকে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য বলা হয়েছে। প্রশাসণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের ওপর নজরদারি রাখছেন।তিলে বলেন, যারা কোয়ারেন্টাইনে থাকার আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জেলায় বিদেশফেরত দুইজন কোয়ারেন্টাইনে থাকার আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার রাতে তাদেরকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।