পিরোজপুর জেলার মঠবাড়িয়াচ উপজেলায় প্রথম একজনকে করোনা পজিটিভ রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক পিরোজপুরের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে এই বার্তা প্রকাশ করা হয়।এছাড়া সিভিল সার্জনের এফবি আইডিতে একই তথ্য জানানো হয়।
আক্রান্ত ব্যক্তি (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে ভর্তি আছেন। জানা যায়, আক্রান্ত ব্যাক্তির বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নেপাতাকাটা গ্রামে। সে নারায়নগঞ্জ থেকে মঠবাড়িয়ায় আসেন। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আসা ৩১৯ টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এ ব্যাপারা উপজেলা প্রশাসন এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আগত এ ব্যক্তির জ্বর ও কাশি সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে তার নমুনা বরিশাল শের-ই বাংলা মোডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে রিপোর্টে পজেটিভ আসে। পরে আরো নিশ্চিত হওয়ার জন্য নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।