বরাবর,
সংসদ সদস্য নড়াইল -১
চেয়ারম্যান- কালিয়া উপজেলা
ভাইচ-চেয়ারম্যান- কালিয়া উপজেলা
চেয়ারম্যান- ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন
০৪ নং ওয়ার্ড সদস্য
৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য
বিষয়ঃনড়াগাতি থানার এই অভিসপ্ত, অবহেলিত রাস্তা সংস্কার প্রসঙ্গে আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনিত নিবেদন এইযে আমরা কলাবাড়িয়া পশ্চিম পাড়া ৪নং ওয়ার্ডের বাজার সংলগ্ন বাসিন্দা, অতি দুঃখের সাথে জানাচ্ছি ছবিতে প্রদর্শিত এ রাস্তাটি অবহেলিত জরাজীর্ণ লাসের মত পড়ে আছে। আজ যেখানে সারা দেশে উন্নয়নের ছোয়া লেগেছে, তখন আমাদের রাস্তাটি একেবারে বাজার সংলগ্ন হওয়া সত্যেও অবহেলায় পড়ে আছে। প্রতিনিয়ত এ রাস্তা ব্যবহার করে কোমলমতি ছাত্রীদের যেতে হয় কাসেমিয়া মহিলা মাদ্রাসায়। এছাড়াও রয়েছে শিশু কুড়ি কিন্ডার-গার্টেন। এ রাস্তার প্রতি নির্ভরশীল প্রায় ১০০ টি পরিবারের ২৫০+/- জন সদস্য। রাস্তার এমন বেহাল দসা যা ছবি বা মুখের ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। রাস্তার এ অবস্থার কারনে বৃদ্ধদের যাতায়াতে,শিশুদের স্কুলে যেতে,গর্ভবর্তী নারীদের ইমার্জেন্সি অস্থায়, ব্যবসা-বানিয্যের কাজে পা ধরে হলেও সামান্য একটা ভ্যান নেওয়া সম্ভব হয়না।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন আমাদের এই বহুল ব্যবহৃত কাঁচা রাস্তাটিকে ইটের সলিং / ঢালাই করে দিতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
এলাকাবাসী।
উপজেলা প্রতিনিধি“কালিয়া”
মোঃ হাসিবুর রহমান