নড়াইলে স্কুল ছাত্রীর জীবন রক্ষা করতে পিতার সংবাদ সম্মেলন!
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে বিবাহ দিতে রাজি না হওয়ায় পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার বিকালে ভুক্তভোগী তার টোনা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মেয়ের পিতা তার লিখিত বক্তব্য উল্লেখ করেন বিগত কয়েক বছর ধরে একই গ্রামের কবির খন্দকারের বখাটে ছেলে নয়ন খন্দকার স্কুলে যাওয়ার সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। কিছুদিন আগে আমি জানতে পেরে ছেলের বাবা কবির খন্দকারকে উত্ত্যক্ত করার বিষয় জানালে তিনি আমার পরিবার উপর ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। আমি প্রস্তাবে রাজি না হলে নড়াগাতীর পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ইকরামুল হক তার অনুসারী কয়েকজনকে নিয়ে সালিশ বসিয়ে জোর করে আমার মেয়েকে বিয়ের দেওয়ার জন্য জোর করে এবং বিয়ে না দিলে ১লক্ষ ৭০ হাজার টাকা দিতে বলেন, টাকা না দিলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়ে সম্মানহানি করে।
এছাড়াও পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ইকরামুল হক প্রতিনিয়ত আমার পরিবারের সদস্যদের গ্রাম ছাড়া সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমাদের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কয়েকবার আমার বাড়ি থেকে আমার মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আমি জরুরি সেবা ৯৯৯ নাইনে ফোন করে সাহায্য চাইলে পুলিশ আসে।পুলিশ চলে যাওয়ার পরে আবার ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে যদি থানায় গিয়ে কোনো অভিযোগ করিস তাহলে মেরে ফেলবো। ভয়ে আমি থানায় অভিযোগ দিতে পারছিনা। এ বিষয়ে আমি কালিয়া উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এখন আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।এমতাবস্থায় আমি প্রশাসনের কাছে আমার নাবালক মেয়েসহ আমার পরিবারকে রক্ষার্থে সুষ্টু বিচারের দাবী জানাচ্ছি।