নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার
খন্দকার সাইফুল নড়াইলঃ
নড়াইলে ডিজিএফআই পরিচয় প্রদানকারী প্রতারক মো. সোহেল রানা (২৪) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নড়াইল শহরেরর পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করেছে।
এর আগে বুধবার রাত ৯ টায় নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে থানায় ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানার নামে মামলা দায়ের করে।
আটককৃত ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী সোহেল রানা নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে। এছাড়া সেনাবাহিনীর সৈনিক পরিচয় জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের ডিভোর্স হয়। পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়ে।
আটককৃত সোহেল রানা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রতারণা করার অভিযোগও রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সে যেভাবে প্রতারনা করে তা বোঝার কোন উপায় নেই। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।