স্টাফ রির্পোটারঃ আগামি ১২ ডিসেম্বর ২০২০খ্রিঃ তারিখে সারাদেশে ৪র্থ বারের মতো উদযাপিত হতে যাচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০”। এই দিবস উদযাপনকে সামনে রেখে ১০/১২/২০২০ খ্রিঃ তারিখ সকাল ১০ ঘটিকায় Zoom Cloud Meeting App এর মাধ্যমে নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” প্রতিপাদ্য বিষয়ের উপর ওয়েবিনার। উক্ত ওয়েবিনারে সংযুক্ত ছিলেন কালিয়া উপজেলার সকল সরকারি অফিসার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দ, আইসিটি শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবগণ ও ইউডিসি উদ্যোক্তাগণ। উক্ত ওয়েবিনারে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল হুদা মহোদয়। ওয়েবিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন চাচুড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জনাব মোঃ শামিম হোসেন শিমুল, পোস্ট অফিসের উদ্যোক্তা জনাব মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জহুরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার জনাব সুবির কুমার বিশ্বাস মহোদয়। ওয়েবিনারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের অগ্রগতি, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পার উপর কিছু চমৎকার অডিও ভিজুয়াল উপস্থাপন ও ওয়েবিনারটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলার সহকারী প্রোগ্রামার জনাব প্রস্ফুট মন্ডল।