জয় রায়, নীলফামারী জেলা প্রতিনিধি:
সোমবার বিকালে লক্ষিচাপ সৃজনশীল কলেজের সভাপতি বাবু ধীরেন্দ্র নাথ বর্মন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা সাধারণ সম্পাদক অ্যাড মমতাজুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পারিষদ সদর উপজেলা সভাপতি ও মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায় ,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু শ্যাম চরন রায়, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান, লক্ষিচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষিচাপ ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। ২০১৩ সালে কলেজটির পাঠদান শুরু হলে ১১মে ২০১৯ সালে এই কলেজের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব ,আসাদুজ্জামান নুর (এমপি)
অনুষ্ঠানে একাদশ শ্রেনীর ৪০ জন ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় অত্র কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান লাকু সহ প্রভাষক ও ছাত্র ছাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।