নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪
খন্দকার সাইফুল নড়াইলঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ(ডিবি) জনাব মোঃ নাজমুল হুদার তত্ত্বাবধানে ৩ সেপ্টেম্বর ২০২২ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এস আই(নি:) সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামী মো: মনির খান(২৪), পিতা: মো: জাহাঙ্গীর খান এবং আসামী রফিকুল ইসলাম, পিতা: মো: রেজাউল খান, দুজনের একই গ্রাম: পাটনা, থানা: নড়াগাতি, জেলা: নড়াইল বড়দিয়া মহাজন ঘাটের জনৈক মো: লিটন এর চায়ের দোকানের পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলে উভয়কে মোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অন্যদিকে, এসআই (নি:) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামী মোছা: সুইটি বেগম(৩৪), পিতা: রবী মোল্যা এবং আসামী রেজাউল মোল্যা(৩০), পিতা: মৃত- আব্দুর রউফ মোল্যা, দুজনের গ্রাম: বাগডাঙ্গা সারোল, থানা ও জেলা: নড়াইলদ্বয়কে বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম হতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
আসামীদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।