নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
খন্দকার সাইফুল নড়াইল:
“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এ স্লোগানকে ধারণ করে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যারি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত, ডাক্তার প্রশান্ত কুমার মল্লিক সহ অনেকে।
অনুষ্ঠানে চিকিৎসক, নার্স সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply