নড়াইলে আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার ৪ নং বিট কলাবাড়িয়া ইউনিয়ন বিট পুলিশের উদ্যোগে ৩জুন বিকাল ৫টায় কলাবাড়িয়া স্কুলমাঠে আইন-শৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, মেম্বরবৃন্দ,স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগন।
সভায় অফিসার ইনচার্জ, সুকান্ত সাহা মাদক ও জুয়া নির্মুল, বাল্যবিবাহ বন্ধ, ইফটিজিং প্রতিরোধ, আধিপত্য বিস্তারসহ সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কলাবাড়িয়া ইউনিয়ন এর সমাজ সেবক সবুর মোল্যা এবং উক্ত আলোচনা সভায় সাংবাদিক মশিউল হক মিঠু, মেম্বরগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা সভাটি পরিচালনা করেন এসআই মো: জাকির হোসেন বিট অফিসার, কলাবাড়িয়া ইউনিয়ন।