মোঃ হাসিব শরীফ
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে একটি দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন। ২০১৮ সালে একঝাক তরুন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো এই সংগঠন। তদের লক্ষ-উদ্দেশ্যগুলোর মধ্যে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা অন্যতম।”মাদকমুক্ত দেশ চাই- তরুন সমাজকে ক্রিড়ার মাঠে ফিরিয়ে আনতে চাই” এই স্লোগান এর লক্ষ্যে সবসময় দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন কাজ করে।করোনা পরিস্থিতির স্থবির জীবন যাপন থেকে একটু উৎসাহিত করতে ইন্দুরকানীর আরেক স্বেচ্ছাসেবী সংগঠন চন্ডিপুর ইউনাইটেড ক্লাব নবগঠিত চন্ডিপুর ইউনিয়ন বেষ্টনীর মধ্যে আয়োজন করেছে ০৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট।টুর্নামেন্টের ২য় ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল ছিলো দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন ও ফকিরহাট সোনার বাংলা স্পোর্টিং ক্লাব।
দিনটি যেন ছিলই দর্পণের, শুরু থেকে শেষ পর্যন্ত দর্পণই ছিলো সফল। শেষ অবধি নিজেদের গ্রুপ পর্বের ১ম ম্যাচে ফকিরহাট সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫-০ গোলে জয লাভ করে দর্পণ ফ্রেন্ডস ফাউন্ডেশন। খেলা শেষে দর্পণ ক্যাপ্টেন মোঃ মাহবুব আকন বলেন আজকের এই জয়ের ধারাবাহিকতা সামনের ম্যাচ গুলোতেও বজায় থাকবে ইনশাআল্লাহ। ক্রিড়া সম্পাদক আরিফ হোসেন বলেন লক্ষ্য আমাদের শিরোপা জয়,আর ইনশাআল্লাহ আমারাই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হবো।