সিলেট প্রতিনিধি#
জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল পোস্ট অফিস স্থাপন করে দেশের আত্ম কর্মসংস্থান করেছে। উক্ত ডিজিটাল পোস্ট অফিস সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অদ্য ০৬ মার্চ রবিবার সিলেট প্রধান ডাকঘর মিলনায়তনে সিলেট পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের ফোকাল পারসন, রাজশাহী পোস্টাল একাডেমির উপাধ্যক্ষ কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী, ডাক জীবন বীমা সিলেট বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) তৌহিদুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ডিজিটাল পোস্ট অফিসে নতুন নতুন সেবা যুক্ত করার বিষয়ে ডাক বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা নিশ্চিত করার জন্য ইডিএ ও উদ্যোক্তাদের সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।