ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলে দূর্নীতি প্রতিরোধে গণশুনানী অনুষ্ঠিত
দ্বিপায়ন সুশীল# চট্টগ্রাম।
বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল সার্কেলে দূর্নীতি প্রতিরোধ, অভিযোগ ও প্রতিকার এবং ডাক সেবার মানোন্নয়নে এক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চল সার্কেলে নবনিযুক্ত পোস্টমাস্টার জেনারেল মো: ছালেহ আহম্মদ এর উদ্যোগে অত্র সার্কেলে প্রথমবারের মতো চট্টগ্রাম জিপিও অডিটোরিয়ামে অদ্য ২৩ মে সোমবার এই গনশুনানী অনুষ্ঠিত হয়।
পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল জনাব কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী পোস্ট মাস্টার জেনারেল (সঞ্চয়) সুদ্বীপ চাকমা, সহকারী পোস্টমাস্টার জেনারেল (কর্ম) তাপস চাকমা, সহকারী পোস্টমাস্টার জেনারেল ট্রেজারী আবদুর রহমান, সহকারী পোস্টমাস্টার জেনারেল, বৈদেশিক ডাক মোঃ সেলিমসহ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী। বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ গণশুনানীতে অংশ গ্রহন করে ডাক বিভাগ সর্ম্পকে বিভিন্ন অভিযোগ দাখিল করেন এবং এর প্রতিকার ও ডাক সেবার মানোন্নয়েন তাদের মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহাম্মদ সাধারণ গ্রাহকের অভিযোগ, মতামত ও পরামর্শ গভীর মনোযোগ সহকারে শুনে তাদের অভিযোগ বিষয়ে প্রতিকারের ব্যবস্থা ও সুপরামর্শসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করে আগামীতেও এরুপ গণশুনানী আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।