চেয়ারম্যান হিসেবে ১ বছর পূর্ণ করলেন ফেরদৌস কামাল জুয়েল
জেলা প্রতিনিধি: ফরহাদ মিয়া
আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল। ২০২১ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে দায়িত্ব পালন করছেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের। একজন দক্ষ,মেধাবী ও স্বনামধন্য ব্যক্তিত্ত্ব হিসেবে পরিচিতির বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব হিসেবে খ্যাতি আছে পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের।
পাড়াতলী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের এক (১) বছর পূর্ণ হয়েছে তার। দায়িত্ব গ্রহণের সময় তিনি পাড়াতলী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদে পরিণত করার মহাপরিকল্পনা ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় পরিষদের সকল সদস্য, সমাজ সেবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে আলোচনা এবং বাস্তব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করে উন্নয়নশীল ইউনিয়ন রুপান্তরিত করার জন্য দিনরাত ভর পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার কান্ডারি আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল। মাদক র্নিমুল করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, টেটা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। ইউনিয়ন আধুনিক করার লক্ষ্যে, বহু প্রত্যাশিত ছনচালা–পাড়াতলী বাজার পর্যন্ত ১৫০০ মিটার রাস্তা পাকা করার কাজ শেষের দিকে।
এছাড়াও ১ বছরে বহু রাস্তা পাকা করা, মেরামত করা, সামাজিক উন্নয়ন, দু’ই পক্ষে মধ্যে আপোষ–মিমাংসা করা সহ আরো অনেক কিছু করেন। গরিব, দুঃখি মানুষের মাঝে প্রতিনিয়তই দিচ্ছেন খাদ্য সামগ্রী, ঔষধ, চিকিৎসা, আর্থিক সহযোগিতা এবং টিসিবির সামগ্রীসহ বিতরণ করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বোপরি আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল সাহেব সফলভাবে ১ (এক)টি বছর পূর্ণ করেছেন।
সার্বিক বিষয়ে পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পাড়াতলী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ঝগড়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। ইউনিয়ন পরিষদকে শিক্ষা ও সংস্কৃতি হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউনিয়ন পরিষদে অতীতের অন্যান্য ইউপি সদস্যের চেয়ে আলহাজ্ব ফেরদৌস কামাল (জুয়েলের) কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদ নিয়ে পরিকল্পনা প্রশংসনীয় বলে মনে করছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।