চট্টগ্রাম বিভাগে পস মেশিনের সিম পরিবর্তন ও ডিএমএস কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি#
আগামীর উন্নত বাংলাদেশ বির্ণিমানে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের সুফল জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগের তৃণমুল পর্যায় পর্যন্ত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডাকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডাক অধিদপ্তর চট্টগ্রাম পোস্টাল বিভাগের আওতাধীন শাখা ডাকঘরের ইডিএ ও ইডিডিএদের নিয়ে পস মেশিনের সিম পরিবর্তন ও ডিএমএস কর্মশালা অদ্য (০৪ মার্চ) শনিবার চট্টগ্রাম জিপিওর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার ড. মোহাম্মদ নিজাম উদ্দীন। সঞ্চালনা করেন ডিপিএমজি স্টেনো মো: সাইফুল আলম।
প্রধান অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও ডিএমএস প্রকল্পের সহকারী পরিচালক মো: শাহ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পোস্টাল বিভাগের পোস্ট অফিস সুপারিশন্টেন্ডেন্ট রাজীব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পোস্ট অফিস পরিদর্শক (উত্তর) জুয়েল দাশ, পরিদর্শক (পটিয়া) আব্দুর রহিম, পরিদর্শক (কেন্দ্রীয়) রাজীব পাল, ডিএমএস মাস্টার ট্রেইনার (উদ্যোক্তা) মো: রাকিব উদ্দীন, সৈকত নন্দী, জহির উদ্দীন, মো: সালেহীন ফরহাদ চৌধুরী, মো: মাঈনুদ্দীন প্রমুখ।