সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে না পারায় ফেসবুককে ৫ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে’
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে পদ্মা সেতু ও ছেলে ধরাসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়িয়ে সাধারণ নাগরিকদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে কিছু চক্র। এর দায় ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না। একারণে ফেসবুকের বিরুদ্ধে সরকারের আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মহিউদ্দীন।
বিবৃতিতে তিনি বলেন, “এধরনের বিভ্রান্তিমূলক তথ্যের কারণে কয়েকমাসে ৩৪ জন ব্যক্তি নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী গুজব রটনাকারী ও গণধোলাইকারীদের বিরুদ্ধে যথেষ্ট তৎপর। গুজব সৃষ্টি ও গণপিটুনির দায়ে অনেককে আটক করা হয়েছে এবং হচ্ছে। তবে অভিযানে নিরীহ মানুষকে হয়রানি কাম্য নয়।”
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক খানের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে না পারায় ফেসবুককে ৫ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। সাম্প্রতিক সময়ের গুজবের দায় ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না। সরকারের উচিত ফেসবুককে গুজব রটানোর সহায়তাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা।