ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতরোধ পক্ষ পালিত
প্রতিনিধি- মোঃ নাঈম ইসলাম
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ এবং উপজেলা হাসপাতাল এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরষিদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের “রিয়েক্টস-ইন প্রকল্পের” আয়োজনে ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসসি)’র সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ জামায়াতে ইসলামী আমীর বাবলু রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সাকিব আহম্মেদ সোহান, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, মহিলা সমিতির সভানেত্রী ফেরদোসী বেগম প্রমুখ।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন পীরগঞ্জের সহকারী কমশিনার (ভূমি) ইসফাকুল কবির।
র্যালি ও আলোচনা সভায় আশ পাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তি, স্থানীয় নারী এবং সংস্থার বিভিন্ন র্কমর্কতাগণ অংশ নেন
Leave a Reply