প্রত্যাশা কোচিং সেন্টার (গড়েয়া-ঠাকুরগাঁও) :
সুপ্রিয় , এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে তোমাদের বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ বহুৃনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। আশা করি এতে তোমরা উপকৃত হবে।
১। ‘অপরিচিতা’- গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল?
(ক) ৪ বছর (খ) ৫ বিছর
(গ) ৬ বছর (ঘ) ৭ বছর
উ : গ।
২। আসর জমাতে অদ্বিতীয় কে?
(ক) অনুপম (খ) কল্যাণ
(খ) বিনু দা (ঘ) হরিশ
উ : ঘ।
৩। কল্যাণীর বয়স কত?
(ক) ১৪ বছর (খ) ১৫ বছর
(গ) ১৬ বছর (ঘ) ১৭ বছর
উ : খ।
৪। কলাণীকে আর্শীবাদ করতে যায়-
(ক) হরিশ (খ) মামা
(গ) বিনু (ঘ) মা
উ : গ।
৫। অনুপমের পিসতুতো ভাইয়ের নামা কী?
(ক) বিনু (খ) হরিশ
(গ) প্রতাপ (ঘ) অর্পন
উ : ক।
৬। ‘তিনি কোনমতেই কারো কাছে ঠকিবেন না’- ‘তিনি’ বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে?
(ক) মামা (খ) শম্ভনাথ
(গ) হরিশ (ঘ) অনুপম
উ : ক।
৭। এয়ারিং কী?
(ক) নাকের দুল (খ) কানের টিকলি
(গ) কানের দুল (ঘ) গলার দুল
উ : গ।
৮। ‘জড়িমা’- শব্দের অর্থ কী?
(ক) জড়িয়ে থাকা (খ) আড়ষ্টতা
(গ) চাকচিক্য (ঘ) জং ধরা
উ : খ।
৯। ‘আমি বিবাহ করিব না’- বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) অভিমান (খ) প্রতিজ্ঞা
(গ) রাগ ও ক্ষোভ (ঘ) প্রতিবাদ
উ : ঘ।
১০। অনুপম কত বছর বয়সে মাতুল কে ছেড়েছিল?
(ক) ২২ (খ) ২৫
(গ) ২৭ (ঘ) ২৯
উ : গ।
বাকীগুলো আগামীকাল দেওয়া হবে।
মানিক রয়,পরিচালক-প্রত্যাশা কোচিং সেন্টার,
গড়েয়া-ঠাকুরগাঁও।
মোবা : 01740-137991
E-mail : manikroymanik991@gmail.com