পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার প্রাণকেন্দ্রের স্বেচ্ছাসেবী সংগঠন “ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন”। সাম্প্রতিক সময়ের দুর্যোগ করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে সংগঠনটি। স্বল্প সময়ে যাত্রা শুরু করে মানবতার সেবায় দৃষ্টান্ত সৃষ্টি করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ বেশ কয়েকটি জায়গায় জীবানুনাশক স্প্রে করেছে তারা।
উপজেলা প্রশাসনের আবাসিক এলাকা,ইন্দুরকানী বাজার,ঘোষেরহাট বাজার,গাজীরহাট,ইন্দুরকানী চৌরাস্তা, ইন্দুরকানী কলেজ ও ইন্দুরকানী হাসপাতালসহ এর আশেপাশের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করেছে তারা। এছাড়াও ইন্দুরকানীতে ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা উপজেলার বাইরে থেকে আসা বিভিন্ন স্থানের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনা প্রচার করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। উপজেলা নির্বাহী অফিসার এর সার্বিক দিকনির্দেশনা ও উপজেলার কয়েকজন গুণী মানুষের পরামর্শে এগিয়ে চলছে সংগঠনটির কার্যক্রম।
সম্প্রতি ইন্দুরকানীর আলোচিত জংগলে ঘুরে বেড়ানো যুবকের আইসোলেশনের দিনগুলোতে তার কাছে খাবার সরবরাহসহ থাকার যাবতীয় বিষয়ে সহযোগিতা ও খেয়াল রেখেছে তারা। সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম জানান, মানুষের সেবায়-ই আমাদের যাত্রা।উপজেলার মানুষের পাশে থাকতে চাই আমরা নিয়মিত।
পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।