আর মাত্র ৬৫ দিন পরে বাঙালির জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে এ উপলক্ষে ইন্দুরকানীতে ১ কিলো মিঃ ব্যাপি বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা ইন্দুরকানী বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
শোভা যাত্রায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ-লীগ সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমার, উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান, থানা তদন্ত অফিসার মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, উপজেলা আইসিটি অফিসার চন্দন রায়, উপজেলা আ-লীগ সহ-সভাপতি মুক্তি যোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ইন্দুরকানী সরকারি কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ-লীগ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরোয়ার বাবুল, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, উপজেলা মুক্তি যোদ্ধা ডেপুটি কমান্ডার বাবু স্বপন কুমার ডাকুয়া, উপজেলা আ-লীগ নেতা সাঈদুর রহমান সাঈদ, মাহবুবুল আলম ফকির, উপজেলা যুব লীগ সভাপতি মাষ্টার আঃ রাজ্জাক মুতুব্বার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীর, যুব লীগ নেতা মাসুদ রানা, শাওন তালুকদার, গাজী ফয়সাল মোর্সেদ কিসলু , পত্তাশি ইউপি সচিব মতিউর রহমান, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আ-লীগ যুবলীগ ছাত্র লীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মি বৃন্দ। উপজেলা জাতীয় শ্রমিক পার্টি উপজেলা সভাপতি আবুল বাশার মৃধা, ছাত্র সমাজ সাধারণ সম্পাদক জসীম মীর,ও তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন রিগান সহ উপজেলা জাতীয় পার্টি জেপি নেত্রী বৃন্দ শোভা যাত্রায় অংশনেন। আনন্দ শোভা যাত্রায় উপজেলার প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠনের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।