সদ্য সংবাদঃ-
    নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা নড়াইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিল নড়াইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিল নড়াইলে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, অস্ত্র ও গুলিসহ আটক-২ নড়াইলে বিএনপি অফিসে বোমা বিষ্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮জনের বিরুদ্ধে মামলা নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন নড়াইলে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান নানা আয়োজনের মধ্যে দিয়ে নড়াইল প্রেসক্লাবের ফ্যামিলি ডে পালিত নড়াইলে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে পরিত্রান ও আটককৃতের জামিনের দাবিতে মানববন্ধন চারণকবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আগামীকাল

    আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান পেয়েছে এবং ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে- তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

    • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

    তরুণরা শুধু চাকরি করবে না এবার তারা চাকরি দিবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ২০২১ সালেই দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণ করে লাখ লাখ উদ্যোক্তা সৃষ্টির মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে সরকার।

    শুক্রবার দুপুরে লালমনিরহাট হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

    মন্ত্রী বলেন, বিলুপ্ত ছিটমহলবাসী এখন থেকে প্রযুক্তির মাধ্যমে ই-মার্কেটিং এর সুবিধা পাবেন। সরকারের আইসিটি খাতে এই অভাবনীয় সাফল্য মুজিববর্ষেরই উপহার।

    এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত সচিব বিপ্লব কুমার ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ স্থানীয় নেতারা।

    এরপর বিকেলে প্রতিমন্ত্রী কুড়িগ্রামের বৃহৎ ছিটমহল দাসিয়ারছড়ায় দাসিয়ারছড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণাধীন ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তার উদ্বোধন করেন। 

    এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, ৬৮ বছরের পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলের মানুষদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও তাদের কর্মসংস্থানের জন্য এ ট্রেনিং সেন্টার মুজিববর্ষে উপহার দেয়া হলো।

    মুজিববর্ষে ৪০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কুড়িগ্রামের ৫০০ আইসিটি তরুণকে প্লানিং লার্নিংয়ে ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিয়া হবে। এছাড়াও মুজিববর্ষে জনগণকে ১০০ সার্ভিস উপহার দেয়া হবে। যেখানে প্রায় ১০ কোটি মানুষ সেবা পাবে।

    প্রতিমন্ত্রী জানান, আইসিটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান পেয়েছে এবং ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। প্রায় ২ লাখ সফটওয়্যার টেকনোলজিতে কাজ করছে। লক্ষাধিক ছেলে-মেয়ে কল সার্ভিসে কাজ করছে। এছাড়া ৫০ হাজারও বেশি তরুণ ই-কমার্সে কাজ করছে।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!