রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের
এসএসসি-৯৭ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি#
রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৭ ব্যাচের বন্ধুমহলের উদ্যোগে ২৫শে এপ্রিল মঙ্গলবার আনন্দ ভ্রমণ ও ঈদ মিলন মেলার পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত আনন্দ ভ্রমণ কর্মসূচীর মধ্যে সকাল ৯ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে বন্ধুমহলের সদস্যগণ দীর্ঘদিনের বন্ধুদের কাছে পেয়ে একে অপরের সাথে মিলিত হয়। এরপর স্কুল গেইট হতে মাইক্রোবাস যোগে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। বন্ধুমহলের সদস্যগণ প্রথমে রাঙ্গামাটির আরণ্যক লেক রির্সোট ঘুরে, রির্জাভ বাজার ও পলওয়েল পার্কে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বন্ধুমহলের এডমিন সদস্য দ্বিপায়ন সুশীল, নাছির উদ্দীন শামু, লিটন নন্দী, জসিম উদ্দীন, শহীদুল ইসলাম খোকন, নিউটন মহাজন, মোজাহের হোসেন, মোজাম্মেল হক, বিষ্ণু দে, সুজন দাশ, শহীদুল ইসলাম, রুপন সরকার, রাজীব চন্দ, খোরশেদ আলম(১), চন্দন দে, রাজন সাহা, অভিজিৎ দে অভি (মেম্বার), জাহাঙ্গীর আলম, সেন্টু সাহা, আনোয়ার হোসেন, সুবীর সাহা, পলাশ সাহা, খোরশেদ আলম(২), রুপন দে, সুমন বিশ্বাস, প্রান্তিক সাহা, আবুল কালাম আজাদ, মো: ইলিয়াসসহ অন্যান্যরা।
আনন্দ ভ্রমণে বন্ধুমহলের সদস্য বেতার ও টিভি শিল্পী লিটন নন্দীর পরিবেশনায় আঞ্চলিক, ভাওয়ালী ও আধুনিক গানে বন্ধুদের মাতিয়ে তোলে। এসময় বন্ধুরা গানে তালে তালে করতালির মাধ্যমে প্রিয় শিল্পীকে উৎসাহিত করেন। বন্ধুগণ প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত পাহাড়ি এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আনন্দ উপভোগ করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন বন্ধুমহলের সদস্য নিউটন মহাজন, লিটন নন্দী, দ্বিপায়ন সুশীল, নাছির উদ্দীন শামু রুপন সরকার, জসিম উদ্দীন, মোজাহের হোসেন, শহীদুল ইসলাম খোকন, সুজন দাশ, আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন আমরা সবাই বন্ধু আমরা সবাই ভাই। দীর্ঘদিন পর সবাই একসাথে হতে পেরে সকলকে ধন্যবাদ জানাই। আমরা কর্মক্ষেত্র একেকজনের একেক জায়গায় হলেও আমরা কিন্তু রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৭ ব্যাচ। আমরা সবাই মিলে একটা সংগঠন করবো, সবার কল্যাণে, সবার বিপদে আপদে কাজ করতে পারি মতো এটাই আমাদের লক্ষ্য।