প্রায় দুই দশক ধরে চালু থাকার পর বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহুর গ্রুপস সেবাটি। ১৪ ডিসেম্বর পর্যন্ত ইয়াহু গ্রুপ ব্যবহারকারীরা তাদের তথ্য সরিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভেরিজনের মালিকানাধীন টেক কোম্পানি ইয়াহু তাদের গ্রুপ সাইটে কনটেন্ট আপলোড সুবিধা বন্ধ করে দিয়েছে।
ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর থেকে সব গ্রুপ প্রাইভেট হয়ে যাবে এবং আগে আপলোড করা সব কনটেন্ট মুছে যাবে।
ইয়াহু গ্রুপ টিম ব্যবহারকারীদের কাছে মেইল পাঠিয়ে বলেছে, এখনকার যুগে প্রাইভেসি গুরুত্বপূর্ণ বিষয়। মূল লক্ষ্যের সঙ্গে তাল মেলাতে ইয়াহু গ্রুপস সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে। ১৪ ডিসেম্বরের মধ্যে সব কনটেন্ট সরিয়ে না ফেললে এখানে আর কোনো কনটেন্ট পাওয়া যাবে না। প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে ডেটা সরিয়ে নেওয়া যাবে।
২০০১ সালে ইয়াহু গ্রুপস সেবাটি চালু হয়েছিল। অনেকটাই ফেসবুক গ্রুপের মতো একই রকম পছন্দের ব্যক্তিদের একসঙ্গে করার লক্ষ্য নিয়ে এ সেবাটি চালু হওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হন। তবে পরে ইয়াহু তাদের মেইল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে শুরু করায় গ্রুপসের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমে যায়। এ ছাড়া স্মার্টফোন ব্যবহারকারীদের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসায় গ্রুপসের জনপ্রিয়তা কমছিল।
আইএএনএস।